শ্রীরামপুরে থাকে যে বলরাম নন্দী
অবিরাম ভাবে বসে কত শত ফন্দি !
সোজাকথা বাঁকাভাবে বলা তার অভ্যাস
দেখে যেন মনে হয় এ' যুগের বেদব্যাস ।
চেনাজানা জনে বলে বিদঘুটে শব্দ
আহ্লাদে আটখানা ভাবে , সবে জব্দ !
রামপাখি বলে সদা , বলে নাকো মুরগি
চিনিমাখা খই কিনে বলে খাই মুড়কি !
কাঁক পাখি দেখে বলে ওই দ্যাখো কঙ্ক
চড়ুইকে বলে চটক , কভু কলবিঙ্ক ।
চিরুনিকে কঙ্কতী , বেগুনকে বার্তাকু
জুতাজোড়া উপানৎ , ছুরিখানি নাকি চাকু ।