একবার এক চোর
একটা নাদুসনুদুস জার্সি গরু চুরি করে এনে
বাড়ির পিছনে এক গাছের সাথে বেঁধে রাখে  ;
বৌকে বলে এবারে কিনেছি এরে
পরের দিন বৌ দেখে গরু নেই শুধায়
কত দিয়ে বিক্রি করলে ?
চোরের জবাব : কেনা দামেই দিলাম বেচে ।