এক যৌথ পরিবারের গল্প
গল্পটা কম করেও পাঁচজনের মুখে শোনা
মূল গল্পটা থাকে একই ,
ভাষা এবং বলার কৌশল যায় পালটে ---
এক যে ছিল পরিবার , পরিবারটি যৌথ
সুখ মিনারের সৌধ
মিনারে ধরেছে চিড় ।
পরিবারে এখন মাঝেমধ্যেই ঝামেলা
এ ওর মেয়েকে কামড়ায় , চুল ছেঁড়ে
সুযোগ পেলেই বিবস্ত্র করে
ও এর ছেলেকে পিটিয়ে আধমরা করে ;
রাতদিন মারপিট লেগেই আছে
পরিবারে অভাব অনটন লেগেই আছে
চাল থাকে তো ডাল থাকে না
ডাল থাকলে তেল থাকে না
নুন আনতে পানতা ফুরায়
কাজ নেই কর্ম নেই
বাড়ি বসে বসে অন্নধ্বংস
পরিবারকর্তা খাদ্যের জোগানে হিমসিম খেয়ে যাচ্ছে
অথচ কর্তামশাই ঘরে থাকেন না
নিত্য নতুন সাজে দেশ বিদেশে ঘুরে বেড়ান
পরিবারের প্রচারে , আত্মপ্রচারে যে খরচ করেন
তাতে পরিবারের দুবছরের খোরাক হয়ে যায়
যৌথ পরিবারে এমন ঘটনা হামেশাই ঘটে
ঘটে ঘটুক , যায় যাক রসাতলে ;
দৃঢ় বিশ্বাস সব ঠিক হয়ে যাবে
সবাইকে নিয়ে তিনি মনের কথায় সহানুভূতিশীল
অঢেল উপায় বলে যান
প্রতিশ্রুতি দেন আশ্বাসের
আশ্বাসের ভরসায় চেয়ে থাকে প্রবীন সদস্যরা ।