অতি সাধারণ লোক আমি
লক্ষ কোটি জনতার একজন
খাটি খাই মাঝেমাঝে গান গাই
থাকি না কোন ঝামেলায়
তবে কারো দুঃখ দেখে
ব্যথা লাগে মনের গভীরে
দুর্বল আমি , পারি না দুঃখ মোচিতে
দশেচক্রে ভগবান ভূত -- করিনা বিশ্বাস
আপন প্রত্যয় নিয়েই বেঁচে থাকা অভ্যাস
কারো বিশ্বাসে করিনা কুঠারাঘাত
তবে আমার দৃঢ় আশ্বাস
যতক্ষণ বাঁচি ততক্ষণ বসাবো গাছ
প্রাণভরে নেবো প্রশ্বাস ।
অতি সাধারণ লোক আমি
তোমাদেরই একজন
রবো না চিরকাল , এসেছি ক্ষণিকের তরে
চলেও যাবো একদিন না বলে ।