একা থাকলে অনেক সুবিধে আছে
কোন পিছুটান থাকে না
মা থাকলে বলতো , খোকা এই অবেলায় যাসনে
বাবা থাকলে বলতো , এখন যাওয়া যাবে না
আর ও থাকলে বলতো , বলি এখন কোন্ চুলোয় যাবে ? ছেলেমেয়েকে দেখো ;
খোলা আকাশের নীচে দাঁড়াতে পারতাম না
আসমানের খামখেয়ালি রূপ দেখতে পারতাম না
নদীর পাড়ে গিয়ে বসতে পারতাম না
দোয়েল ফিঙে গাঙচিলের ওড়াউড়ি দেখতে পারতাম না
মাছরাঙার ছোঁ মেরে মাছধরা দেখতে পেতাম না হঠাৎ না চাওয়া বৃষ্টিতে ভিজতে দিত না কেউ
কত রকম নিষেধাজ্ঞার বেড়ি পরানো থাকতো
হয় নিষেধ নয় ফাইফর্মাস
যে কোন একটা মেনে চলতে হতো ।
আমি বন্দি থাকতে চাই না
মুক্ত বিহঙ্গের মতো দু'ডানা মেলে উড়তে চাই ।