কোলাহল আমার ভালো লাগে না
নির্জনতাই আমার পছন্দ
যেখানে কোন মানুষের কণ্ঠস্বর কানে আসে না
যেখানে কেউ থাকে না শুধু পাহাড় গিয়ে হাত বাড়ায়
সূর্যকে ইশারা করে পাইন দেবদারু গাছের ফাঁক দিয়ে
ঝর্ণা আপনধারায় আছড়ে পড়ে সঙ্গীত সৃষ্টি করে
যেখানে নদী এঁকেবেঁকে সুজলা সুফলা মাঠের মধ্যে
আপনবেগে বয়ে চলেছে , সারিসারি নৌকা ভাসে
আঁধার নামলে চাঁদের আলোয় রুপোলি ফিতে হয়
আমার ইচ্ছে করে পাহাড়ের ঐ রডোডেনড্রনের
নীচে একাকী চুপচাপ বসে থাকি
কোন কথা নয় শুধুই উপলব্ধি
উপলব্ধি সেই সত্তার যার হাতে এই নিপুণ সৃষ্টি
আমার ইচ্ছে করে নির্জনে কোন নদীর পাড়ে বসে
ভাবতে ভালো লাগে এর উৎপত্তি কোথায় আর
কোথায় বা এর পরিসমাপ্তি ;
পানকৌড়ি গাঙচিল ছোঁ মেরে ডুব দিয়ে
কীভাবে মাছ ধরে , ওরা কি আকাশ থেকেই জলের
তলের মাছের বিচরণ দেখে ।
ঋতু পরিবর্তনের সাথে প্রকৃতির জগতে
বৈচিত্র দেখে আমি ভাবুক হয়ে যাই
কত রকমের পাখি আর তাদের বিভিন্ন ডাক ,
চেনা পাখির ডাক শুনে বুঝি
কিন্তু অচেনা পাখির ডাক শুনে ভাবি
কত বিচিত্র সেসব ডাক
আচ্ছা পাখির ডাক কি তাদের ভাষা ।
একাকী নির্জনে থাকলে আমার এসব উপলব্ধি আসে
কোন কথা শুনতে চাইনে , নিজেও বলিনে
চুপচাপ বসে প্রকৃতির সৃষ্টি দেখে বিমোহিত হয়ে যাই ।