একা যারা হয় তারা বড় একগুঁয়ে
কাজে কথায় জেদী তারা , রয় শুয়ে
কারো কথা শোনে না বড় একরোখা
নিজেকে চতুর ভাবে বাকি সব বোকা ।
একা থাকা ভালোবাসে বড়ই অমিশুক
একছেলের বাবামায়ের এটাই বড় দুখ
একগুঁয়ে ও রগচটা কেন হলো ছেলেটা
একা একা থেকে থেকে বেজেছে বারোটা
লেখাপড়ায় মন নেই খেলতেও চায় না  
একাষেঁড়ে ছেলে বলে বন্ধু সে পায় না ।