এখন তোমার জন্য বড্ড অনুভব করি
অথচ কিছুতেই মনে করতে পারিনে
আমি প্রত্যাখাত হয়েছিলাম
না আমি সরে এসেছিলাম মঞ্জুশ্রী
কলেজের ক্যাণ্টিনে সেই দেখা মনে আছে
অথচ মনে নেই কে প্রথম কথা বলেছিল
তুমি ক্যাণ্টিনের দাম মিটিয়েছিলে স্পষ্ট মনে আছে
আমি ন হন্যতে পড়তে দিয়েছিলাম মনে আছে
তোমার ঘন কোঁকড়ানো কালো চুল
দুই ভুরুর মাঝে ছোট্ট একটা নীল টিপ
নাতিদীর্ঘ তনুবল্লরী , হাসলে টোল পড়া
সব সব মনে আছে , ধ্রুবতারার মতো জ্বলজ্বল স্মৃতিতে
এখন শীতের কনকনে উত্তুরে হাওয়ার দাপটে
সবকিছু টলটলায়মান , দখিনা বাতাস ফিরে পাব না
এখন পুরানো সে-কথা মনে না আসলেই ভালো ছিল
তবু কেন মনে এলো জানিনে
কিন্তু কিছুতেই মনে করতে পারছি নে
আমি প্রত্যাখাত হয়েছিলাম
না আমিই সরে এসেছিলাম ।