পেতাম যদি কোন কালে
প্রজাপতির রঙিন ডানা
ফুলের উপর বসতে আমার
করতো না কেউ মানা ।
এমন যদি হতাম আমি
ছোট্ট রঙিন পাখি
ঘুম ভাঙাতাম তোমায় আমি
ভোরের বেলা ডাকি' ।
আমি যদি নদীর মতো
পাহাড় থেকে নেমে
দেশ দেশান্তর বয়ে চলি
কোথায়ও না থেমে ;
সবার দুকূল ভরে যেত
শস্যভরা সবুজ ক্ষেতে
জেলে মাঝি নৌকা নিয়ে
মাছধরা জাল পেতে ।
আমি যদি হতে পারি
মস্ত উঁচু আকাশ
আমার ছাদের তলে সবাই
করতো বসবাস ।