কচু
ঘোড়ার ডিম
ছাতার মাথা
ধ্যাত্তেরিকা
লাটের ছাতার বাঁট
গুষ্টির  পিণ্ডি
নিকুচি করেছে
এসব অর্থহীন শব্দ
তবুও আমরা এমন শব্দে
করি মনের ভাব প্রকাশ ।
তবুও তুমি যখন জানতে চাবে
ভালোবাসি তোমায় কি না
আমি বলবো কচু
আমি যদি বলি ভালবাসি
তুমি বলবে ছাই ।
একটু টেনে এলে বৌ বলবে
ধুচ্ছাই
কী ছাইপাশ গিলে এসেছে  ।
তাই চিরকাল মাতৃভাষা
মাতৃদুগ্ধের সমান
এর কোন বিকল্প নেই ।