ছড়ের টানে বেজে ওঠে
বড়ই করুণ সুর
সুরের তানের কারিকুরি
বাজে অন্তঃপুর।
আফগান দেশে পরিচিত
দিলরুবা কি নাম
সেখান হতে উত্তর ভারত
হয়েছিল ধাম ।
বিশ্বকবি রবি ঠাকুর
এসরাজ শিখেছিলেন
কম বয়সী অশেষচন্দ্র
শিক্ষা দিয়েছিলেন ।
সারেঙ্গী আর সেতারের মিলিত
সুরের কলতান
শ্রোতা শুনে বিমোহিত
বিচলিত প্রাণ।