কোন্ ফুলটা মুখ্য আর কোনটা বা গৌন
বৃক্ষপ্রেমী ফাল্গুনীদা এই ব্যাপারে মৌন ।
তাঁর লেখাতেই ক্ষুদ্র ফুলের পড়ে ইতিবৃত্ত
ঋদ্ধ সবাই খুশিমনে ভরে তাদের চিত্ত ।
ইলং ইলং ফুলের ছবি আর ক্রিস্টালের ঘণ্টা
ছবি দেখে এসব ফুলের ভরে দেখি মনটা ।
নাচনে মেয়ে , কাঁটা লিলি এবং সামার লিলি
বিষ্ণুক্রান্তা , লাল সোনালু এবং অনেক মিলি ,
রোজ রোজ কত রোজ  চারিদিকে পেলেও
পানামা রোজের নাম শুনিনি কোনদিন ভুলেও ।
নানান গাছের নানান লতার সচিত্র বিবরণ
ফাল্গুনীদার পোস্টে দেখে ভরে সবার মন ।
কত রকম টগরফুলের কথা আমরা জানি
আফ্রিকান টগর নাম শুনিনি এটা কিন্তু মানি ।
ফাল্গুনীদার বাগান যেন গাছের চিড়িয়াখানা
ইচ্ছে হলে যেতে পারেন , কেউ করেনি মানা ।