আড়াল থেকে কানে এলো ঢুসঢাস
আবার কিছু শুনি কানে ঠুসঠাস
ভালো করে শুনি কিলঘুষি , চাপ্পড়
ওমা শুনি গালেতে মারছে থাপ্পড়
টিপি টিপি একটুখানি এগিয়ে গিয়ে দেখি
নিরীহ  এক লোকে খাচ্ছে মার , এ কী !
সামনে গিয়ে আমি বলি , মারছো কেন ওর
জানো না ভাই এ হচ্ছে এ পাড়ার ফুলচোর ।
বলি আমি , সামান্য ফুলচুরিতে এত দিচ্ছ মার
দেশের সম্পদ লুটে খায় তারাই পাচ্ছে ছাড় ?
সাহস থাকে তোমরা মিলে তাদের আগে ধরো
তারপরে নয় ফুলচোরের বিচার পরে করো ।