ফুস মন্তর ফুস
ক্যামেরাম্যান আয়
সাংবাদিক সব আয়
জানবে দেশের লোক
ফিরবে তাদের হুঁশ ।


ফুস মন্তর ফুস
আমিই ধরি ঝাঁটা
সরাই পথের কাঁটা
জানুক দেশের লোক
ফিরুক তাদের হুঁশ ।


ফুস মন্তর ফুস
আয় দেখি আয় মই
ছোঁব আকাশ ওই
খয়েরখাঁরা রটাক
ফিরবে লোকের হুঁশ ।


ফুস মন্তর বললো কেশে
আয় রে ঐতিহাসিক
মুঘল সুলতান তুলে দিক
শক হূণ চোল রাজপুত
ছিলই শুধু এই দেশে ।


ফুস মন্তর ফুস
পাল্টে দাও ইতিহাস
মিটুক মনের আশ
ভারত শুধু এক জাতির
ফিরুক তাদের হুঁশ ।