এর পরেও যদি আল্লাহর গজব নামে
তোমরা বলবে হায় হায়
আমরা এমন কী করলাম  !
তোমরা মসজিদের পাশে গোরস্থানের ধারে
যেখানে তোমাদের বাপদাদা শুয়ে আছে
সেখানেই মাইক ও ডিজে বাজিয়ে নাচগান চালাবে
নিজেরাও ধেই ধেই করে সঙ্গীতের তালে তালে উন্মাদনায় নাচবে
নিশুতি রাতে কত অসুস্থ ব্যক্তি বুকের যন্ত্রণায় অস্থির
যে মা তার একমাত্র সন্তানকে হাসপাতালে পাঠিয়েছে
যে স্ত্রী তার রুগ্ন স্বামীর পাশে বসে
তোমাদের উন্মত্ততায় তাদের বুক কাঁপে
একটু পরে ফজরের আজান হবে ;
এর আগেও আদ ও সামুদ জাতির উপর গজব নেমেছিল ;
তারাও শোনেনি কোন নিষেধাজ্ঞা
তারা কেউ সালেহ নবীর কথায় কর্ণপাত করেনি
হজরত নূহ নবীর পুত্রও সতর্ক হয়নি ;
আল্লাহর গজব যে কবে কীভাবে নামে
তা কেউ বলতে পারে না
যারা ইমানদার তারা ভাবছে আমরা তো এসবে নেই
এক নৌকায় যাত্রী হয়ে কেউ যদি নৌকা ছিদ্র করে
তবে কেউ কী রেহাই পায় !