গভীর রাতে উঠে দেখি
ঘরের মধ্যে চোর
সবকিছু তো ঠিকই আছে
জানালা ও দোর ।
ভাবছি আমি কেমন করে
চোর ঢুকলো ঘরে
ঘাপটি মেরে জেগে আছি
কী করে তারপরে ।
পোটলা পেতে একে একে
রাখছে জিনিস তাতে
সাবধানে খুব পাছে আমার
ঘুম ভাঙ্গে না যাতে।
এটাসেটা রেখে তাতে
বাক্স খোলার চেষ্টা
চুপটি করে দেখছি আমি
কী করে সে শেষটা !
বাক্স খুলতে চোরটা দেখি
খাচ্ছে তখন খাবি
নীরব থেকে হাত বাড়িয়ে
এগিয়ে দিলাম চাবি ।
জেগে আছি বুঝতে পেরে
চোরটি ভ্যাবাচ্যাকা
আমি বলি , আমার ঘরে
টাকা গয়না ফাঁকা ;
তার চেয়ে ভাই এলে যখন
কিছু খেয়ে নাও
ডাল আলু ভাত রাখা আছে
সেটা খেয়ে যাও ।
বুঝি আমি গরিব তুমি
চুরি বাধ্য হয়ে
খেয়েদেয়ে চলে যেও
ধীরে রয়েসয়ে ।