ইলেকট্রন ঘোরে নিউক্লায়াসের চারিদিকে
নিউক্লায়াস নিজেও ঘোরে , থেমে থাকে না
চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সবাই ঘুরছে
কেউ নিজেকে কেন্দ্র করে ঘোরে
কেউ আবার অন্য কাউকে কেন্দ্র করে
কিংবা দুভাবেই ঘুরছে
একসময় মানুষও ঘুরতো
যাযাবর জীবনযাপন করতো
নিত্য একস্থান থেকে অন্যত্র ।
পাখিরাও থেমে থাকে না
সাগর মহাসাগর পেরিয়ে উড়ে যায়
সুদূর সাইবেরিয়া থেকে পরিযায়ী পাখিরা
হাজার হাজার মাইল অতিক্রম করে আসে
একটু উষ্ণতার জন্য
আর আমরা কেবল উষ্ণতার জন্য ঘর বেছে নিই
হায় রে জীবন !
আমরা ঘোরাঘুরি বন্ধ করেছি
আমরা হাঁটাহাঁটি বন্ধ করে
কেমন যেন উদ্ভিজ্জপ্রকৃতি হয়ে গেছি ।
ঘোরাঘুরির জন্য মানসিকতা লাগে
ইচ্ছা থাকতে হয় , অর্থ না থাকলেও চলে
কবি শেখ সাদি বিত্তহীন ছিলেন
তাই কেবল দুপায়ের উপর ভরসা রেখে
ইরান থেকে সুদূর মিসরে গেছেন ।
আমরা মাছকে দেখেও শিখি না
মাছেরাও মাঝেমধ্যে উড়ুক্কু হয়
আর আমরাই কেবল ঘরকুনো হয়ে গেছি ।