ঘুম ভাঙ্গলে আমার মন ভালো হয়ে যায়
রাত্রির আঁধার আমার সমস্ত বেদনা শুষে নেয়
সকল দুঃখ ভুলে বারান্দায় গিয়ে দাঁড়াই
হলুদ পাখিটার ডাকে ফিরে তাকাই
যতক্ষণ তার ডাক শুনি
ততক্ষণ সেখানেই থাকি
ঘরে ফিরে নতুন 'দেশ' খুলে
রোম্যাঁ রোলাঁকে নিয়ে আর্টিকেলটা পড়ি ;
একটু পরে বেরিয়ে পড়ি নিজের তাগিদে
গতকাল যে আমার মন ভারাক্রান্ত ছিল
সেসব এখন মনে নেই
গতস্য শোচনা নাস্তি
নতুন দিন নতুন কিছু
আমরা তো আশায় থাকি
কী হবে পুরাতন স্মৃতি আঁকড়ে থেকে ।