বিষম চিন্তায় বাবামায়ের
তাদের খোকা ঘুমায় না
রাতের বেলায় ঘুরে বেড়ায়
চায় না যেতে বিছানায় ।
রাত বারোটায় খোকন ভাবে
এখন বুঝি সন্ধে
চিন্তা বাড়ে বাবামায়ের
তারা পড়েন ধন্ধে ।
কোন দিন বা দুটোর আগে
শোবেই না আর মোটে
বাবা মায়ে বোঝায় তাকে
পিছু পিছু ছোটে ।
ঘোরাঘুরি লাফালাফি
কিংবা আঁকাআঁকি
ইচ্ছামতো খোকা ঘুমায়
ব্যর্থ ডাকাডাকি ।
কে করেছে কে করেছে
খোকার চোখের ঘুম চুরি
হয়তো হবে কোকোমেলন
কিংবা চাঁদের বুড়ি ।
কোকোমেলন দূরে যাবে
মোবাইল নিলে কেড়ে
কিন্তু চাঁদের বুড়িটাকে
কেই বা আনে পেড়ে ।
চাঁদের বুড়ি লক্ষ্মী বুড়ি
কাড়িস না ওর ঘুম
আলতো করে চুপিসারে
দিলি না হয় চুম ।