ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ
ডাকছে শোন ব্যাঙ ।
বর্ষা নামার সাথে
ভেকেরা সব মাতে ।
একটানা এই শব্দ
আমরা সবাই জব্দ ।
ডাকলে ফোলে গলা
যেন ফানুস ফোলা ।
ওরে সোনা ব্যাঙ
ওরে কোলা ব্যাঙ
থামা ঘ্যাঙর ঘ্যাঙ
মারবে বকে ল্যাং ।
দুষ্টু কিছু লোকে
ধরতে যাবে তোকে
খেতেও পারে সাপে
পালিয়ে যাবি লাফে ।
জানি আমরা জানি
উপকারী প্রাণী
খাসরে মশা মাছি
আমরা যাব বাঁচি ।