আমি রাজা বাদশাহ নই , নই সম্রাট আকবর
কিংবা চেঙ্গিস খান বা মহান অশোক
উঁচু তাকিয়ায় হেলান দিয়ে শিরোপা মাথায়
রোজ রাতে হেরেমের বাছাইকরা সুন্দরীর সাথে কাটাবো রাত সুরার পেয়ালা হাতে ,
ঘুঙ্ঘুরের ধ্বনি , নূপুরের শিঞ্জিনে
আমার শিরাউপশিরায় বয়ে যায় প্রতিক্ষণ
নর্তকীর নাভি রম্ভোরু উন্নত বক্ষের টানে
নিজস্ত্রীকে বিস্মৃত হয়ে পরস্ত্রীর সাথে কাটাই রাত !
আমি কোন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান নই
নই শি জিনপিং কিংবা ------ যা ইচ্ছে বুঝুন --
যখন খুশি সেখানে যাই যেখানে মন চায়
সামরিক কায়দায় রাষ্ট্রীয় মর্যাদা
দামি ভেলভেটের কার্পেটে গোলাপের পাপড়িবর্ষণ
ব্যাঙ্কোয়েটে মহাভোজের আসরে
গা গরমকরা বক্তৃতা !
আমি রাজা বাদশাহ নই , নই রাষ্ট্রপ্রধান
তবুও আমার তক্তাপোষে বসে কেবলের সৌজন্যে
ইডিয়ট বাক্সের দৌলতে এসব ভেবে কল্পনায়
নিজেকে ভাবি ----আপনারা কী ভাবেন বন্ধু
জয় রাজতন্ত্রের জয়
না মহান গণতন্ত্রের জয় !