আমরা আছি রাজার দেশে
শাঁসে জলে রসে বসে
শক হূণ দাস মুঘল পাঠান
এখন সবাই সবজি খান
এখন শাসক দেশের রাজা
ওরে তোরা বাজনা বাজা
রাজার ছিল ঘোড়া তখন
বুলেটপ্রুফ গাড়ি এখন
আগের রাজা শক্তিমান
এখন যিনি ভিরমি খান ।
আমরা হলেম গর্বিত মৌর্য
তাই তো দেখাই নানা শৌর্য
আমরা তবু রাজার দেশে
বেঁচে আছি হেসে কেশে
দেশ যদিও শূন্যগর্ভ
রাজার জন্য করি গর্ব ।