আমার মনের যত ভয়ের জমাটবাঁধা গভীরতা
ক্রমশঃ তা ফিকে হতে চলেছে
ভোরের সূর্যের ছ্যাঁকায় যেমন রাতের ঘন তমসা
ধীরে ধীরে গুটি গুটি পায়ে কোন্ দিকে
যে যায় ঠাহর করা যায় না
তেমন আমার ভয়গুলো সব পালায় ;
পাখির কূজন , ফুলের হাসি , পুষ্করিনীর জলে
ছোট ছোট ঢেউ আমাকে সাহসী করে দেয়
আমি প্রকৃতির ডাকে বেরিয়ে পড়ি
এ-বাগান সে-বাগান হয়ে মাঠ পেরিয়ে
নদীর পাড়ে ; এক বাবলা গাছের নিচে
বাবলার হলুদ ফুলের উপর বসে
চেয়ে দেখি বিচুলিবোঝাই নৌকা ,
ছৈ-নৌকায় নববধূর স্বামীর ঘরে যাওয়া
দুটি ফিঙে পাখির খুনসুটি
গাঙচিলের অবাধ বিচরণ
এসব দেখতে দেখতে কখন যে বেলা পেরিয়ে যায়
হুঁশ থাকে না ; দিনের আলো কমার সাথে সাথে
ঘরে ফেরার টানে আবার গৃহমুখী ।