রাজার ঘুম মঙ্গলে আজ
চিন্তায় বৃহস্পতি
কালকে যদি গদি ওলটায়
কী হবে তাঁর গতি !
রাজা ছাড়েন কড়া ভাষণ
শাসন সোহাগ সুরে
মন কি বাতে কত কথা
নিদ্রা হটে দূরে ।
রাজা স্বয়ং শনিগ্রহ
শতেকখানি চাঁদ
গণ-সূর্যের ধাক্কায় আছে
মৃত্যুকালীন ফাঁদ ।