কখন যে চুপিচুপি গেল শৈশব
কিছুই মনে নাহি
পারবো না ফিরে যেতে সেথায়
যতই আমি চাহি !
দেখতে দেখতে কৈশোরটাও
নিল কবে বিদায়
ইচ্ছে করেও পাব না ফিরে
মন যদিও চায় !
যৌবন এলো মশাল জ্বেলে
চতুর্দিকে আলো
জগৎ সংসার ভরিয়ে দিলাম
সবাই বাসে ভালো
একটা দুটো করে করে কখন
চুলে ধরে পাক
চুল পাতলা হতেই থাকে
মাথায় পড়ে টাক !
পথের উপর পড়ন্ত রোদ
মন বলছে থাক
দেনাপাওনার হিসেবখানা
যাক না চুকে যাক !
কী যে পেলাম , কী যে দিলাম
হিসাব কষি মনে
লোলচর্ম বুক ধড়ফড় হাঁটুব্যথা
মনটা প্রমাদ গণে !
মন বলছে থাকি থাকি
জীবন বলে যাই
এসব এখন হিসেব করে
লাভ তো কিছুই নাই !