মাঝেমাঝে মনে হয় আমরা সবাই ডক্টর জেকিল এবং মিস্টার হাইডের মতো বেঁচে আছি ; যাঁরা জেকিলের কাছে
আসেন তাঁরা তো জানেন আমি নিপাট ভালো , পরোপকারী
বন্ধুবৎসল এবং সুচিকিৎসক ; সমাজসেবী হিসেবে আমি প্রতিষ্ঠিত , সেমিনার সিম্পোজিয়ামে আমি প্রধান অতিথি হয়ে ফুলের ভারে নুয়ে পড়ি , কেউ জানে না রাতের বেলায়
আমিই আবার মিস্টার হাইড যে ডক্টর জেকিলের বিপরীত,
হাইডের মুখোমুখি যারা , তারা দেখেছে কত বীভৎস রূপ ;
কবে এক ইচ্ছার বশবর্তী হয়ে হাইডের রূপ ধরেছিলাম রাতে
তারপর থেকে সেই অনাস্বাদিত সুখভোগের লালসা আমাকে
অক্টোপাসের মতো জড়িয়ে ধরে রাতে ; প্রতি রাত আসে
নিত্যনতুন শিকারের খোঁজে দুর্নিবার বাসনায় উত্তাল স্রোত হয়ে ; তারপর একদিন চাইলেও আর রাতে হাইডের খোলস
হতে বেরিয়ে আসতে পারিনি ; দুটি সত্তা নিয়ে বেঁচে থাকতে হয় ধর্মগুরু আর রাজনীতিবিদদের মতো ।