হঠাৎ সেদিন বৃষ্টি এলো , শহরে নয় আমার মাঝে
বৃষ্টিভেজা জলে একশা মকবুল ফিদার ছবিআঁকা
ট্রামে চড়ে নামি আমি গড়িয়াহাটের মোড়ে
পি কে স্যারের কবিতা পড়া লাস্ট রাইডের লাইন
রবার্ট ব্রাউনিং কি আমার কথা ভেবেই ওটা লেখা
কবিতা পড়ান ভালোই কথা কবিতা ভালবাসি  
অমন করে তাকান কেন , একটু হলে পড়েই যেতাম
স্যারের চোখে মেঘ ছলছল আমার দেহ ভেজে
ঘোড়ায় চড়ে পেরিয়ে চলি তেপান্তরের মাঠ !
আজকে হঠাৎ মাঝ বয়সে গাঁটের ব্যথায় কাবু
পি কে স্যারের চোখের তারায় কেন আমার ছবি ভাসে
হঠাৎ সেদিন বৃষ্টি এলো গড়িয়াহাটের মোড়ে
আমার মনে বলিউডের স্বপ্নমাখা স্মৃতি
মনে আমার আগুনঝরা সেসব দিনের কথা
চল্লিশের এই মাঝামাঝি ভিজবো কেন আমি !
স্যারের সেদিন ছলচাতুরী না চোখে কিছু বলা
বৃষ্টি দেখি থেমে গেল , ঝলমলে রোদ্দুর
কলিং বেলের শব্দ শুনে মেয়ে দিল উঁকি
ভালবাসার মুখগুলি সব কাছে ফিরে পেয়ে
স্মৃতির শহর আমার কাছে স্মৃতি হয়েই থাক ।