বন্ধুর ড্রয়িং রুমে বসেই গল্প জমেছিল
কথা বলতে বলতে বন্ধু বেরিয়ে গেল
কী একটা দরকারে ; সন্ধে অনেক আগে পেরিয়েছে
বন্ধুপত্নী সামনের সোফায়
দুজনেই দুজনকে চিনেছি
তবু সেসব স্মৃতি সমুদ্রের হাওয়া উড়িয়ে নিয়ে
কোন্ সে দূরের পাহাড়ে ধাক্কা লেগে ভেঙে চুরমার
আচমকা লোডশেডিংয়ের আঁধারে বড়ই বিব্রত
কথার খেই হারিয়ে যায় অন্ধকারে
সিগারেট ঠোঁটে চেপে দেশলাই জ্বালাতেই
বন্ধুর স্ত্রীর মুখটা মেঘকাটা চাঁদের মতো চকচকে লাগে
রুদ্রবীণার ঝংকারের অনুরণন আমার হৃদয়ে
মনে হয় একটা ভয়ংকর ঝড় উঠুক
লোডশেডিং অনেকক্ষণ চলুক
বন্ধুর যেন ফিরতে বিলম্ব হয়
সিগারেটের পর সিগারেট খেয়ে যাই
আর সিগারেটের আলোয়
বন্ধুপত্নীর চোখের তারায়
আলোর প্রতিবিম্ব দেখি
যতক্ষণ না আবহাওয়া স্বাভাবিক হয় ।