বেগুনিরঙের বোগেনভিলিয়া ফুটে থাকা গেটের ভিতর দিয়ে
যখন বেগুনি শাড়ি হলুদরঙা একতলা বাড়িতে ঢোকে
শাড়ি জানেনা তখন সে হৃদয়-বাড়িতে লাগিয়ে দিয়ে আগুন
দাউদাউ জ্বলে  কৃষ্ণচূড়ার মতো  । ঢেউখেলানো শাড়ির ঠোঁট
জানেনা শিশিরভেজা শিউলির স্নিগ্ধতা কীভাবে নিশুতির
ঝিঁঝিঁ পোকা ডেকে চলে আগুনলাগা বাড়ির প্রকোষ্ঠ হতে
শত দমকলেও নেভে না সে-আগুন , মরে না সে-পোকা ।