পাক কুরআনে উল্লেখিত কীটপতঙ্গ
এবং আছে যেসব পাখি
তাদের মধ্যে হুদহুদ পাখির
উল্লেখ আছে দেখি ।
কাঠঠোকরার মতো কিছু
এই পাখিকে দেখায়
মাটির কত গভীর স্থানে
জলের খবর জানায়  ।
নবি সুলাইমানের কালে
ছিল তাঁর দরবারে
একবার সভা চলাকালীন
দেখতে পাননি তারে ।
কুরআনে বর্ণিত পশু পাখি
এবং কীটপতঙ্গ
তাদের মধ্যে শিক্ষণীয়
এসব বিহঙ্গ ;
কীভাবে সে ডানা মেলে
ও গুটিয়ে সে ওড়ে !
পাখির কাছে শিক্ষা পাবে
জীবনযাত্রা পড়ে ।
পাখিটাকে বলেন নবি
বিষম গিয়ে রেগে ,
কোথায় ছিলে এতদিনে
শাস্তি পাবে আগে ।
পাখি তখন শান্তভাবে ,
আছে নতুন খবর
শোনার পরে না হয় দেবেন
মাটির নীচে কবর ।
খোঁজ পেয়েছি নতুন রাণীর
মাননীয়া বানু বিলকিস
তিনি আমায় বলে দিলেন
নবিকে সালাম দিস ।
নবি তখন খুশিমনে
পাখিকে মাফ করে
খোশ আমদেদ জানান তিনি
নবির দরবারে ।