আবু হানিফা ছিলেন ইমাম উচ্চমার্গের
জ্ঞানের উজ্জ্বল নক্ষত্র এক উচ্চবর্গের।
একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোনখানে
যেতে যেতে লোকের কথা শুনতে পেলেন কানে :
এই আমাদের ইমাম সারা রাতে পড়েন নামাজ
ইমামের তখন সত্যিকারের ছিল অনেক কাজ ।
কিন্তু এ কথা শুনে তাঁহার ভাবেন মনে মনে
এবার থেকে এই আমলের সাধন করবো নির্জনে ।
বাড়ির পাশের একটি মুচির ছিল মদ্যপানই কাজ
রজনীতে সুরা পানে করতো ভীষণ আওয়াজ ,
একদিন এক রাতে দেখেন মুচির আওয়াজ বন্ধ
আবু হানিফার মনে তখন ভীষণ হলো সন্দ ;
পরের দিনেই সকালে তিনি খোঁজে মুচির তরে
শোনেন লোকের কাছে মুচি আছে কয়েদ ঘরে ।
ইমাম তখন আর্জি করেন খলিফারই কাছে
গরিব মুচি কী অপরাধে জেলখানায় আছে ,
আপনার কাছে আমার কাতর নিবেদন
গরিব মুচি দয়া করে ছাড়ুন তাকে এখন ।
মুচি ভায়া গরিব বেজায় চোর তস্কর নহে মোটে
নিরীহ সে , মিশুকে সে , মাতলামিটা করে বটে ;
আমি ইমাম আর্জি করি মুচিকে ক্ষমা করে দিন
প্রয়োজনে আমার কাছে কিছু জামানত নিন ।
মুক্তি পেয়ে গরিব মুচি শোনে ইমামের চেষ্টায়
কয়েদ থেকে একদিনেতেই  মুক্ত হয় শেষটায়।
নিজের গুনাহ্ বুঝতে পেরে মদ্য ছেড়ে শেষে
পাবন্দি হলো নামাজ রোজায় মুচি অবশেষে ।