আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসে হাদিস
বৃদ্ধ বয়সে করেন হাদিসের হদিস।
এক প্রচণ্ড শীতের রাতে
রাতের নামাজ অন্তে
মসজিদে নিলেন আশ্রয় নিজের বিছানার 'পরে ;
ক্লান্ত দেহে নিজের কম্বলে সংকলিত হাদিস পড়ে ।
সহসা দারোয়ান আসি' কহিলেন তাঁকে
এই মসজিদে শয়নে অনুমতি দেয় না আপনাকে ;
ব্যর্থ মনোরথে ইমাম মসজিদ ছাড়ি'
আশ্রয়ের নিমিত্ত দিলেন পাড়ি ।
পথিমধ্যে এক যুবক দোকানদার
গনগনে উনানে রুটি সাঁকে তার
খরিদ্দারকে বেচে গরম রুটি
তিনটি কিংবা দুটি ।
ইমাম বলেন , যুবক ভাই
যদি আমি অনুমতি পাই
আগুন জ্বলা উনান পাশে
আশ্রয় চাই একটু আশে
রাত কাটিয়ে কাল সকালে
চলে যাবো প্রভাত হলে ।
অনুমতি পেয়ে ইমাম
লক্ষ্য করেন রাত্রি তামাম
যুবক যখন গড়েন রুটি
তিনটি অথবা দুটি
বলে , ক্ষমা করো মোরে আল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
রুটি বেলে রুটি সেঁকে
বলে , ক্ষমা করো আল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
লক্ষ্য করে ইমাম জিজ্ঞাসে ,
একই কথা বলো কিসের আশে ।
যুবক জানায় আমার এই আমল তরে
আল্লাহ আমার দোয়া মঞ্জুর করে ;
সকল দোয়া কবুল আমার একটি বাদে
পাইনি দেখা আমি ইমাম আহমদে!
ইমাম জানান স্বয়ং আল্লাহ্ মোরে
পাঠিয়েছেন তোমার তরে !
একথা যুবক শুনিয়া
ধরে ইমামকে জড়াইয়া
শুকরিয়া করে আল্লাহকে
দয়া করে মিলাইয়েছে তোমাকে ।