চার ইমামের একজন ছিলেন
ইমাম শাফেয়ী
মাতা তাঁহার ধর্মভীরু
এবং দয়াময়ী ।
বিদুষী ও মহীয়সী
ছিলেন একাধারে
নির্বিচারে সবাই তাঁকে
বিশ্বাসীতেন তাঁরে ।
প্রয়োজনে লোকে জিনিস
রেখে আমানত
ফিরেও পেতেন চাইলে তাঁরা
হয় না খেয়ানত ।
একদা দুই ব্যক্তি এসে
করে নিবেদন ,
একটি বাক্স রেখে যাবো
দেবেন এলে দুজন ।
বেশ কিছুদিন পরে এসে
তাদেরই এক এলেন
সরল মনে ইমাম-মাতা
বাক্স তাকে দিলেন ।
আবার কিছুদিন পরে
আসে অন্য চাহে
ইমাম মাতা থতমত
কী যে বলেন তাহে ।
সেই সময়ে হাজির সেথা
ইমাম শাফেয়ী
তুমি এলে একা কেন
এখন হবে কে দায়ী !
নিজের গলদ বুঝতে পেরে
লোকটি যাওয়ার আগে
করজোড়ে ইমাম মাতার
কাছে মাফি চাহে ।