ইন্দ্রানী রহমান
         জামাল ভড়
ইন্দ্রানী রহমানকে মনে পড়ে ?
কেবল মিস ইণ্ডিয়া ছিলেন না
ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পকে
আন্তর্জাতিক আঙিনায় পৌঁছে দিয়ে
দেশকে দিয়েছেন মর্যাদা ;
ভরত নাট্যম , কুচিপুরি , কথাকলি
ওড়িশি নৃত্যে --- কোথায় তুমি ছিলে না ?
সর্বত্র তোমার অবাধ সচ্ছন্দে গতি ।
তোমার প্রবাসী মা রাগিনী দেবীর প্রযত্ন
তোমাকে এমন পটিয়সী করেছিল
ভারতের তৎকালীন প্রধান স্থপতি
হাবিব রহমানের পাণিগ্রহন
এক সংস্কারমুক্ত মন
আমাদের দিয়েছে রাম রহমানের মতো সুপুত্র
আর সুকন্যা রহমানের মতো সুকন্যা ।