এইচ ই হে নয় হি
তার আগে জুড়ে দিই এস
সদা হবে শি , কভু নয় শে
বাংলায় বলি তাকে সে ।
ইংরেজি ছেলে মেয়ে
হি কিংবা শি
বাংলায় ছেলে মেয়ে
সদা বলি সে
ইংরেজি উচ্চারণে অদ্ভুত নিয়ম
ব্যাকরণ মানা হয় সেথা দেখি কম ।
টি ও বলে তারা টু
জি ও হয় সেথা গো
এ কেমন ব্যাকরণ মা গো !
ছেলে হলে তার বেলায় হিজ
মেয়ে হলে হার , নয় বটে শিজ ।