ইতিহাসের হাত পা চোখ কান মুখ নেই
ইতিহাস কাজ করে
ইতিহাস চলতে পারে
ইতিহাস শুনতে পায়
ইতিহাস মানুষের মতো কথাও বলে
ইতিহাস ঈশ্বরের মতো নিরাকার
তাই ঈশ্বরের বাণীর মতো চির ভাস্বর
কবে কোন্ ফেরাউন সম্রাট কী করেছিল
কোন্ রানিকে কেমন রেখেছিল
গিজার পিরামিড কীভাবে হয়েছিল তৈরি
প্যাপিরাসের উপরে রহস্যময়
হাইরোগ্লাফিক্স লিপির রহস্য উদঘাটন
ইতিহাস তার দর্শক , ইতিহাস তার সাক্ষী ।
ইতিহাসের মৃত্যু নেই অজর অমর অক্ষয়
জুলিয়াস সিজারের দম্ভ কীভাবে
ব্রুটাসের হাতে সমাপ্ত হয়েছিল ।
মহাবীর ইস্কান্দার যাঁর জন্ম ইউরোপে
মৃত্যু এশিয়ায় আর কবর আফ্রিকায়
পৌরব রাজ পুরু কেমন করে তাঁর মুখের উপর
জবাব দিয়েছিলেন বীরের মতো ;
সুন্দরী হেলেনের জন্য কেমন করে ট্রয় ধ্বংস
দোর্দণ্ড প্রতাপ অটোম্যান সম্রাটদের
প্রায় সাতশ' বছর রাজত্ব কীভাবে
হয়েছিল ধূলিসাৎ ইতিহাস সে-সাক্ষীও দেয় ।
এ-সব সাম্রাজ্যে ছিল আমাদের মতো ঘর
আমাদের মতো হাসি-কান্নার মানুষেরা ;
চেঙ্গিস খানের বাহিনির হাতে
কীভাবে হয়েছিল পর্যুদস্ত
শত সহস্র এর প্রাণহানি !
তারও বহু পূর্বে ব্যাবিলনের শূন্য উদ্যান
কিংবা পরে বাইজান্টাইন সাম্রাজ্যের আধিপত্য
ইনকা সভ্যতা , মায়া সভ্যতা , মেসোপটেমিয়ার
কথা , সিন্ধু সভ্যতা এরকম হাজারো কাহিনি
ইতিহাস আমাদের শোনায় ।
সেসব দিনেও ছিল ষড়যন্ত্র , বিশ্বাসঘাতকতা,
ভুঁইফোঁড়ের উত্থান , ক্ষমতা দখল , হারেম !
দু'শ বছর সাম্রাজ্যবাদী ইংরেজের হাত থেকে
দেশের স্বাধীনতা সংগ্রামের কথা
তাঁদের বিরোধিতায় চাটুকারের ভূমিকা
ইংরেজের পক্ষে ওকালতি
সিপাহী বিদ্রোহের ব্যর্থ প্রয়াস
দ্বিতীয় বাহাদুর শাহের নির্বাসন
সেসব দিনে ছিল সম্রাট মহারাজের বিলাস
বর্তমানে শাসক নেতৃবৃন্দের বিলাসের নামান্তর
তখন থাকতো কেবল সম্রাটদের অধিকার
এখন কেবল শাসকের একচ্ছত্র অধিকার ।
গুজরাট থেকে লক্ষ্ণৌ চিরকাল একই কান্না
যে ছিল উঁচু সে এখনো উঁচু
যে ছিল নীচে সে এখনো নীচে
তিমির তিমিরেই রয়ে গেল ,
বীরভোগ্যা বসুন্ধরা আবহমান একই
গৌতম বুদ্ধের , নানকের বৃথা ক্রন্দন
পার্শ্বনাথের অহিংসার বাণী নীরবে কাঁদে
রামকৃষ্ণের বাণী , বিবেকানন্দের বাণী
জলের তোড়ে ভেসে যায় ।