( পবিত্র কুরআনের ১১১ সংখ্যক সুরা আল লাহাবের সরল অনুবাদ )
(শুরু করছি আল্লাহর নামে যিনি পরম দয়ালু ও মেহেরবান)
আবু লাহাবের ঐ দুটি হাত হোক ধ্বংস
এবং সে নিজেও হোক ধ্বংস ।
তার যা অর্থ বিত্ত করেছে উপার্জন
সব দিতে হবে বিসর্জন
সে পুড়বে অচিরে লেলিহান আগুনে
সাথে কাঠ বহনকারী পত্নী তারই
তার গলায় থাকবে দড়ি ।
(প্রসঙ্গত :-- আবু লাহাবের আসল নাম ছিল আবদুল ওজজা । আবদুল মোত্তালিবের সন্তানদের মধ্যে একজন । অতি ফর্সার কারণে তার ডাক নাম হয় আবু লাহাব । পবিত্র কুরআনে আসল নাম বর্জন করে নামের সাথে সঙ্গতিপূর্ণ ডাক নাম ব্যবহৃত । আবু লাহাব আল্লাহর নবি ও রসুল মুহাম্মদের  ( তাঁর উপর শান্তি বর্ষিত হোক) সঙ্গে চরম শত্রুতা করতো ।)