এই যে জীবন । মানুষজীবন । এই রকম ।
কষ্টজীবন , দগ্ধজীবন আজন্ম ।
কর্ম খোঁজে ছুটে মরি দিগ্বিদিক
নুন আনতে পানতা ফুরায় সংসারে
ভিন রাজ্যে কাজ জুটে যায় । পোয়াবারো ।
চাঁদের হাসি উতলে আসে মাটির দাওয়ায়
লজ্জা বাঁচায় বৌয়ের গায়ে নতুন শাড়ি ;
মেয়ের মুখের হাসি দেখে মায়ের সুখ
ছেলের বায়না মেটে তখন নতুন বইয়ে ।
এই যে জীবন । মানবজীবন । এই রকম ।
কষ্টজীবন দগ্ধজীবন সয় না সুখ
অকাল কালবৈশাখী আসতে লাগে কতক্ষণ !
গৃহে ফেরা ন'মাস ছ'মাস মিললে ছুটি দু'একবার
ট্রেন চুরমার জীবন ছারখার কপাল পোড়া
ছিন্নভিন্ন গন্ধ পচা লাশগুলো সব সারি সারি
কে কার স্বামী , কে কার ছেলে যায় না চেনা
তপ্ত হাওয়া , তর্কাতর্কি দেশের লোকে !
দগ্ধজীবন মানুষগুলোর চোখের জলের সাগর শুকায়।