অনেকেই কথা দিয়েছিল আসবে বলে
আসেনি তারা কথা দিয়েও
যারা বলেছিল থাকবে সাথে , থাকবে পাশে
কথা দিয়েও তারা কেউ থাকেনি আশেপাশে
সবাই কোন-না-কোন বাহানা দেখায় ;
আমি একেক করে নাম উল্লেখ করতে পারি তাদের
যারা কথা দিয়েও কথা রাখেনি
এখানে অনেক পাখি আসার কথা ছিল
নদী তোমারও আসার কথা ছিল
মেঘ বলেছিল সেও আসবে
বৃষ্টি কথা দিয়েছিল আসবেই
বাগানে অনেক ফুল আসার কথা ছিল
গাছেগাছে ফল ভরে যাওয়ার কথা ছিল
সবার একাউন্টে পনের লাখ টাকা জমা
ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা ছিল
কৃষকের উঠোন ধানের গাদায় ভরে যাবে বলেছিল
মাঠেমাঠে ফসল ফলার আশা ছিল
দেশে কলকারখানায় ভরে যাওয়ার কথা ছিল
দেশে বেকারসংস্থানের কথা ছিল
দ্রব্যমূল্যের দাম কমার কথা ছিল
দেশে শান্তি আসার আশা ছিল
মা বোনেদের ইজ্জত পাওয়ার কথা ছিল
বেটি বাঁচানোর কথা ছিল
যারা দিয়েছিল কথা কেউ রাখেনি ।