রূপকথার গল্পের মতো
আমাদের যেমন আছে সাত ভাইয়ের
এক আদরের বোন পারুল
তেমন আছে আমাদের খুব আদরের
সাত রাজার ধন এক ফুল জারুল ।
রূপকথার রাজকন্যার মতো তার আছে
রূপের ঝলক , নাতিদীর্ঘ এই কন্যা যখন
তার রূপের পসরা সাজিয়ে আমার দিকে
অনিমেষ নয়নে থাকে তাকিয়ে
আমি তো চোখ ফেরাতে পারি না কোনমতে !
জারুলের হাসি মনের গহনে রেখে যায় দাগ
জারুলের গাছে যখন সোনা বৌ আর বেনে বৌ
পাশাপাশি বসে মিষ্টি স্বরে ডাকে
আমি ফিরে যাই সেই চাঁদ সদাগরের নাওয়ে ভেসে
মনের অজান্তে কতদূর চলে যাই !
জারুল আমার রূপকথার জারুল
জারুল আমার পাগল করা জারুল ।