কান-কানা-কান ছুটলো কথা
সাজু গেল কোথায়
রূপাই তারে গেছে লয়ে
অচিনপুরের নায় ।
বড়াই বুড়ি পায় না কথা
লাগায় কানে কানে
সকল কথা ভাইস্যা গেছে
মানুষমারার বানে ।
সোজন বেদের ঘাট নেই যে
শুকিয়ে গেছে জল
কবর 'পরে ডালিম গাছে
ফলে না আর ফল ।
মাটির কান্না শুনবে যদি
গাঁয়ের পানে চাও
'রাখালী'কে কেউ বলে না
বাঁশি কিনে দাও ।
সকিনা বোধ হয় মারা গেছে
হারিয়ে গেছে সাজু
ঢাকাই শাড়ি ছিঁড়ে গেছে
তোলা আছে বাজু ।
পদ্মাপার-এর মধুবালা
বেদের মেয়ে নেই
বাংলা মায়ে রাখবে মনে
জসীমউদ্দীনকেই ।