জীবন মানে উচ্ছলতা জীবন মানে বিষণ্ণতা
জীবন মানে জেগে ওঠা , জীবন মানে নিমগ্নতা
ঢেউয়ের মতো উথালপাতাল , কখনো নিস্তরঙ্গ
পাওয়া না-পাওয়া তাই যে এই জীবনের অঙ্গ ।
দুঃখ সুখের ঢেউ খেলানো জীবনের প্রতিপাদ্য
কারো চোখে অশ্রুবিন্দু কেউ বা বাজায় বাদ্য ।
কেউ বা ভোগে অবসাদে বারে বারেই বঞ্চিত
বিপৎকালে পাশে থাকা নেই যে কোন সঞ্চিত
একাকীত্বের অন্ধকারে তাই পৈশাচিক উল্লাস
সোডিয়ামের আলোয় যেন জ্বলজ্যান্ত  লাশ ।