পাপ বাপকে ছাড়ে না
গল্পটা সবার জানা তবুও মানে না
সেই গল্পটা যাক জানা
জানতে তো কেউ করেনি মানা --
এক গরিব কৃষক কোন এক গাঁয়ের
মালিকানা ছিল কয়েকটি গাইয়ের
দুধ থেকে পেয়ে নবনী খাঁটি
শহরের দোকানে বেচে করে পরিপাটি
কৃষকের প্রতি সরল প্রত্যয়ে
বিনা ওজনে কেনে মাখন নির্ভয়ে
দিনের পর দিন , মাসের পর মাস
কৃষকের প্রতি ভাঙে দোকানীর আশ্বাস
জানায় একদিন তাই
তোমার মাখন নেবো না ভাই
কৃষকের করজোড়ে মিনতি করে তারে
অপরাধ জানিলে প্রতিকার করতে পারে ;
দোকানীর জবাব : বিশ্বাস করেছি সরল মনে
তুমি ঠকিয়েছো মাখনের ওজনে ‌।
বিনীত কৃষকের জবাব :
কিনতে পারিনি বাঁটখারা , আমার ভীষণ অভাব
তাই আপনার কাছে কেনা চিনি পাল্লায় চাপিয়ে
আপনাকে দিয়েছি মাখন আমি মাপিয়ে
যে ওজনে আমি পেয়েছি
ততটুকু আমি দিয়েছি ।