ঝগড়া হবে মাত্রাছাড়া
সবার হবে নজরকাড়া
রাতদিন তুই সেজেগুজে
চলে যাবি মুখটি বুজে
একটি কথাও বলবি না
এটা তো আর চলবে না
হাসি মুখে বলবি কথা
নইলে আমি পাই যে ব্যথা
দেখিস না তুই অন্ধ নাকি
বুঝতে লোকের নেই বাকি
দাঁড়িয়ে থাকি পথের ধারে  
তাকিয়ে দেখি বারে বারে
ভাবি বুঝি খুলবি মুখ
জুড়িয়ে যাবে স্বপ্নদুখ
কিন্তু দেখি বিষম জেদি
আমার কাছে মর্মভেদী
তাইতো এবার বাদ সেধে
ঝগড়া করি কোমর বেঁধে
বলবি কথা তুলবি হাত
যেতে যেতে আমার সাথ
যা খুশি তুই বলবি বল
আমার সাথে এগিয়ে চল
হোক না ঝগড়া মাত্রাছাড়া
জানুক পড়শী জানুক পাড়া ।