বাপ রে কী ঝগড়ুটে বুড়িটা
সারা পাড়া ঘুরে বেড়ায়
গায়ে পেতে ঝগড়া করে
ঠকঠক করে নিয়ে লাঠিটা ‌।
সময় অসময়ে  চলে যায়
একা একা , বসে পড়ে
বৌ-ঝিদের কাছে গিয়ে
পিঁড়ি নিয়ে উনুনের পাশটায় ।
কেউ তাকে আসতেও বলেনা
বুড়ি তবু গায়ে পড়ে
সারা পাড়া চষে বেড়ায়
মানা করলেও  শোনে না ।
যে বাড়ি যায় কোথা কভু
মন  কারো পায় না
কেউ  কথা বলে না
বুড়ির মুখ শুকিয়ে হয় পানসে ।
তখন বুড়ি  বলে চলে ,
"এক পালি চাল
এক পালি ডাল
রাঁধবো লবণ গুলে ! "
যার উদ্দেশ্যে বললো কথা
জবাব দিল ভুল করে ;
অমনি বুড়ি কোমর বেঁধে
"চিবিয়ে খাবো তার মাথা --
আমার রান্না যেমন খুশি রাঁধি
তার ব্যাটার তাতে কী
খাবো পান্তাভাতে ঘি
আমার চুল যেমন খুশি তেমন বাঁধি ।"