জিগির ছিল মন্দির
আসলে এটা ফন্দির
মন ভোলানো
চোখ ফেরানো
নিষ্কর্মা বন্দির ।


এক শব্দেই বাজিমাত
বিরোধীরা কুপোকাত
চাচি চাচা
বাঁচি বাঁচা
বাঁচার আশা ধূলিসাৎ ।


গুঁড়িয়ে দিয়ে বাবরি গোটা
কথা ছিল মন্দির একটা
আটটা নহে
দশটা নহে
মন্দির হবে সতেরোটা ।


সমস্যা অনেক এখন দেশে
কেউ বলে না ঝেড়ে কেশে
সাতখুন মাফ
রাজীব ছাপ
চাইলে বাঁচাতে দেশ ভালোবেসে ।


বারো ভূতে দেশের টাকা
লুটে লুটে সিন্দুক ফাঁকা
চলে গেল কই
নেপোয় মারে দৈ
হাসে বিজয় মেহুল নীরব কাকা ।