আমার বাড়ির পাশেই বয়ে চলেছে নদী
বাগানের মধ্যে বড় দীঘি , শাপলা ফুল ফোটে
বৈঠকখানার সামনে খোলা জায়গায় টিউবওয়েল
ইচ্ছে করে নদীতে নেমে স্নান করি
পারি না নামতে নদীতে , এদিকে বড় ভয় হাঙরের
দীঘির জলে নামতেও সাহস হয় না
খুব বেশি কাঠঠোকরার ভয় খুবলে খাওয়ার
বাড়ির সামনেই আছে নলকূপ ,
পথচলতি পথিকদের সুবিধার্থে
আমি সেখানেও স্নান করতে গেলে
সবার তেষ্টা পেয়ে যায়
তাই বালতি করে জল তুলে ভিতরেই করি স্নান
ছোটবেলায় শেখা সাঁতার ভুলতে বসেছি  
অথচ তো ইচ্ছা হয় তোমাদের মতো
পুকুরে নামি , নদীতে নামি , মনের সুখে অবগাহন করি
চারপাশে অপরাধ বড্ড বেড়ে গেছে
সেসব দেখে আর সাহস হয়না কুঁকড়ে থাকি
আমি যদি ছোটবেলায় ক্যারাটে শিখতাম
আমি যদি ভালো বক্সার হতাম
তাহলে দিতাম এদের যোগ্য জবাব ।