এক সহিসের পুত্র জন্ম আস্তাবলের পাশে
অল্পবয়স থেকেই যে কবিতা ভালোবাসে
এনফিল্ডের স্কুলে লেখাপড়া করেন তিনি
পড়ার চেয়ে কাব্য করায় ঝোঁকেন যিনি
রোমান্টিক যুগের সেই তরুণ জীবৎকালে
কবিতা পায়নি কদর বায়রন শেলির কালে ।
বাবার মৃত্যুর পরে মাতা আবার করে বিয়ে
বসত করেন বন্ধু চার্লস ব্রাউনকেই নিয়ে ।
মারণব্যাধি ক্ষয়রোগে ধরলো তাঁকে শেষে
ছাব্বিশ বছর বয়সেই পরকালে অবশেষে ।
তাঁর মৃত্যুর পরেই কবিতা সব সমাদর পায়
এখনো তিনি অমর আছেন সাহিত্য আয়নায় ।