যদিও তোমার সঙ্গে কোনদিন কথা বলিনি
যে কদিন ছিলাম সমুদ্রসৈকতে
এলোমেলো দিশাহারা হাওয়ায় তোমার কুন্তল যখন
তোমার মুখের উপর পড়ে
ইচ্ছে করে আলতো হাতে সরিয়ে দিই
মন্দারমনির উদ্দাম বাতাসে তোমার শাড়ি
অবিন্যস্ত তখন মনে মনে বলি
হে পবনদেব একটু শান্ত হও ;
বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ
তোমার চরণ ছুঁয়ে যায়
এক অস্পষ্টতা এক আচ্ছন্নতায় আবিষ্ট আমি
দূর হতে কোকিলের ডাক কানে আসে
তবে কি বসন্ত এসে গেছে আঙিনায়
যদিও প্রকাশ্যে কোন কথা বলিনি
তবুও কিছু শব্দমালা মনের অলিন্দে ভীড় করে
বালুকাতটে লিখে রাখি অনুচ্চারিত কথা
যে-কথা মুখ ফুটে বলতে পারিনি  
জানি সমুদ্রের ঢেউয়ে মুছে দেবে আমার
লিখিত বিবৃতি তবু মেঘ হতে ভালোবাসি ।