কোথায় পেলি আগুনজ্বলা
ছোট্ট শরীরখানা
জ্বলিস নিভিস রাতের বেলা
কোথায় দিনের ঠিকানা?


ভয় করে না যদি আগুন
ছোট্ট দেহে ধরে
এক নিমিষেই সাঙ্গ হবি
যাবি তো রে মরে !


আঁধার রাতে পথ দেখাতে
গাঁয়ের গঞ্জে ভরসা
লুকিয়ে পড়িস রাত্রি শেষে
দিনের আলো ফর্সা ।


বাবুই পাখি তোকে করে
বাসায় রাতের বাতি
তার চেয়ে তুই হতিস যদি
আমার ঘরের সাথী ।